কামিল ২য় বর্ষ (হাদিস) আল ফাতাহ সাজেশন

সুপ্রিয় বন্ধুরা, আল ফাতাহ সাজেশন্স কামিল ২য় বর্ষ (হাদিস) যদি একটি PDF এ পাওয়া যেত, কতই না চমৎকার হতো‼️ এমন কত শত প্রয়োজনের মনোবাঞ্চণা উঁকি দেয় আমাদের মগজে!!

হ্যাঁ বন্ধুরা!

আজ শেয়ার করছি কামিল ২য় বর্ষের (হাদিস) এর আল ফাতাহ সাজেশন্স। এবার ডাউনলোড করে শুরু করে দিন আপনার কামিলের পড়াশোনা।

  • স্মরণ রাখুন, পরীক্ষা কিন্তু বেশি সময় বাকি নেই। দেখতে দেখতে এক সময় পড়ার সময় ফুড়িয়ে যাবে। তখন হঠাৎ আফসোস করেও ফায়দা পাবেন না। তাই সময় থাকতে সময়ের মূল্য দিন। সফলতা আপনার দ্বার প্রান্তে কড়া নাড়বে ইনশাআল্লাহ।
    👇👇

👆👆

  • কামিল ২য় বর্ষের (হাদিস বিভাগের) সাজেশন সবার অনুরোধে নিচে দেয়া হলো। উপরের Download অপশনে ক্লিক করে ডাউনলোড করে সালের প্রশ্নগুলো আগে শেষ করুন।

মনে রাখুন, প্রতিটা দিন আপনার একই ভাবে সময় যাবে। অর্থাৎ, আজ পড়তে না বসতে পারলে আগামীকালও পড়তে বসতে পারবেন না গ্যারান্টি। এটা শয়তানের ধোঁকা। তাই আগামীকাল নয়; আজকেই পড়া শুরু দিন। অপরকে উপদেশ দিলে নিজের ফায়দা হয় বলে কিছু বললাম। ভুলভ্রান্তির ক্ষমাপ্রার্থী।

প্রয়োজনায়,

মো: নাজমুল হক

সম্পাদক,

Muslim Bangla24

ট্যাগ…

#আল ফাতাহ সাজেশন্স।

#কামিল ২য় বর্ষের (হাদিস) সাজেশন।

Continue reading “কামিল ২য় বর্ষ (হাদিস) আল ফাতাহ সাজেশন”

হাইয়ার বিগত বছরগুলোতে 🥏কোন প্রশ্ন-কোন পৃষ্ঠা🥏 থেকে এসেছে….

সুপ্রিয় ভাইয়েরা,

🥀 হাইয়ার প্রশ্নগুলো সাল ও বিষয়ভিত্তিকভাবে যদি এক পৃষ্ঠায়  পাওয়া যেত, কত চমৎকার হতো‼️ এমন কত শত মনোবাঞ্চণা উঁকি দেয় আমাদের মগজে!!

হ্যাঁ বন্ধুরা, 
জেনে অত্যন্ত খুশি হবে,
আমরা হাইয়ার প্রশ্নগুলো সাল ও বিষয়ভিত্তিকভাবে এক নজরে পাবার জন্য বিগত প্রশ্নগুলো হতে সংকলন করেছি। পরিকল্পনাটা যদিও আরো আগে করা উচিৎ ছিল। আমরা কাজটির উদ্যোগ নিবো নিবো ভেবে আর করা হয় নি। অবশেষে সম্পন্ন হলো।

ফায়েদা:
হাইয়ার বিগত বছরগুলোতে কোন প্রশ্ন-কোন পৃষ্ঠা থেকে এসেছে, নিচের পিকচারগুলোতে খেয়াল করলে দেখতে পাবে, কিছু পৃষ্ঠা থেকে প্রতিবারই প্রশ্ন আসে। সেগুলো পড়লে কমন পাবে ইনশাআল্লাহ।

নিচে যেসব কিতাবের দেয়া হয়েছে,,👇👇

★ বুখারী ১ম খন্ড
★ বুখারী ২য় খন্ড
★ মুসলিম ১ম খন্ড
★ তিরমিযী ১ম খন্ড
★ আবু দাউদ
★ মুসলিম ২য় খন্ড
★ তিরমিযী ২য় খন্ড

🥀 বুখারী ১ম খন্ড ☝️☝️

🥀 বুখারী ২য় খন্ড ☝️☝️

🥀 মুসলিম ১ম খন্ড ☝️☝️

🥀 মুসলিম ২য় খন্ড ☝️☝️

🥀 তিরমিজী ১ম খন্ড ☝️☝️

🥀 আবু দাউদ শরীফ ☝️☝️

🥀 তিরিমিজী ২য় খন্ড ☝️☝️

সুপ্রিয় ভাইয়েরা, সবার পরীক্ষা ভালো হওয়ার প্রত্যাশা ও দোয়া নিয়ে আজ এখানেই শেষ করছি। আগামীতে আবার দেখা হবে এই ওয়েবেই ইনশাআল্লাহ।

নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ☝️☝️
কীভাবে আপনার নামে রেজিষ্ট্রেশন করা সিমগুলো একদম সহজে ফ্রীতে চেক করবেন।☝️☝️

https://m.facebook.com/story.php?story_fbid=181810964154748&id=100069775356720

🤲 আল্লাহ হাফেজ 🤲

🥀 কীভাবে আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে, সেটি চেক করবেন……🥀

আপনার একটি এনআইডি ( জাতীয় পরিচয় পত্র) দ্বারা রেজিস্ট্রেশনকৃত সিমের সংখ্যা ঘরে বসেই জানতে পারবেন।

জানতে হলে মোবাইলফোন থেকে নির্দিষ্ট একটি কোড ডায়াল করতে হবে।  আপনার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) শেষ চারটি সংখ্যা জানা থাকতে হবে। কোনো চার্জ কাটবে না।

আসুন, জেনে নেই কীভাবে কাজটি করতে হবে-

১) আপনার মোবাইলের ডায়াল অপশনে যান।

২) এরপর *16001# লিখে ডায়াল করুন।

৩) এরপর আপনার এনআইডির শেষ চারটি ডিজিট লিখতে বলবে। আপনি আপনার জাতীয় পরিচয় পত্রের শেষ চারটি সংখ্যা সংখ্যা চাপুন।

৪)  কিছুক্ষণ পর একটি মেসেজ আসবে। সেখানে আপনার আইডি দিয়ে যতো সিম ক্রয় করা হয়েছে, তা কোম্পানীসহ (gp, grammin, bangl…) সব কিছু দেখাবে।
ব্যাস, জানা হয়ে গেলো।

আপনার ধারনার বাইরে সিম কার্ডগুলো এখনই বন্ধ করে দিন, নয়তো এমন হতে পারে, আপনার কাছ থেকে কোন প্রতারক চক্র ক্লোন করে আপনার অজান্তে সিম রেজিস্ট্রেশন করে নিয়েছে।

তাই আজ ই সতর্ক হয়ে নিন।

🥀 কীভাবে আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে, সেটি চেক করবেন……🥀

Go back

Your message has been sent

Warning
Warning
Warning
Warning

Warning!

আপনার একটি এনআইডি ( জাতীয় পরিচয় পত্র) দ্বারা রেজিস্ট্রেশনকৃত সিমের সংখ্যা ঘরে বসেই জানতে পারবেন।

জানতে হলে মোবাইলফোন থেকে নির্দিষ্ট একটি কোড ডায়াল করতে হবে।  আপনার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) শেষ চারটি সংখ্যা জানা থাকতে হবে। কোনো চার্জ কাটবে না।

আসুন, জেনে নেই কীভাবে কাজটি করতে হবে-

১) আপনার মোবাইলের ডায়াল অপশনে যান।

২) এরপর *16001# লিখে ডায়াল করুন।

৩) এরপর আপনার এনআইডির শেষ চারটি ডিজিট লিখতে বলবে। আপনি আপনার জাতীয় পরিচয় পত্রের শেষ চারটি সংখ্যা সংখ্যা চাপুন।

৪)  কিছুক্ষণ পর একটি মেসেজ আসবে। সেখানে আপনার আইডি দিয়ে যতো সিম ক্রয় করা হয়েছে, তা কোম্পানীসহ (gp, grammin, bangl…) সব কিছু দেখাবে।
ব্যাস, জানা হয়ে গেলো।

আপনার ধারনার বাইরে সিম কার্ডগুলো এখনই বন্ধ করে দিন, নয়তো এমন হতে পারে, আপনার কাছ থেকে কোন প্রতারক চক্র ক্লোন করে আপনার অজান্তে সিম রেজিস্ট্রেশন করে নিয়েছে।

তাই আজ ই সতর্ক হয়ে নিন।

Design a site like this with WordPress.com
Get started