সুপ্রিয় ভাইয়েরা,
🥀 হাইয়ার প্রশ্নগুলো সাল ও বিষয়ভিত্তিকভাবে যদি এক পৃষ্ঠায় পাওয়া যেত, কত চমৎকার হতো‼️ এমন কত শত মনোবাঞ্চণা উঁকি দেয় আমাদের মগজে!!
হ্যাঁ বন্ধুরা,
জেনে অত্যন্ত খুশি হবে,
আমরা হাইয়ার প্রশ্নগুলো সাল ও বিষয়ভিত্তিকভাবে এক নজরে পাবার জন্য বিগত প্রশ্নগুলো হতে সংকলন করেছি। পরিকল্পনাটা যদিও আরো আগে করা উচিৎ ছিল। আমরা কাজটির উদ্যোগ নিবো নিবো ভেবে আর করা হয় নি। অবশেষে সম্পন্ন হলো।
ফায়েদা:
হাইয়ার বিগত বছরগুলোতে কোন প্রশ্ন-কোন পৃষ্ঠা থেকে এসেছে, নিচের পিকচারগুলোতে খেয়াল করলে দেখতে পাবে, কিছু পৃষ্ঠা থেকে প্রতিবারই প্রশ্ন আসে। সেগুলো পড়লে কমন পাবে ইনশাআল্লাহ।
নিচে যেসব কিতাবের দেয়া হয়েছে,,👇👇
★ বুখারী ১ম খন্ড
★ বুখারী ২য় খন্ড
★ মুসলিম ১ম খন্ড
★ তিরমিযী ১ম খন্ড
★ আবু দাউদ
★ মুসলিম ২য় খন্ড
★ তিরমিযী ২য় খন্ড

🥀 বুখারী ১ম খন্ড ☝️☝️


🥀 মুসলিম ১ম খন্ড ☝️☝️

🥀 মুসলিম ২য় খন্ড ☝️☝️

🥀 তিরমিজী ১ম খন্ড ☝️☝️

🥀 আবু দাউদ শরীফ ☝️☝️

🥀 তিরিমিজী ২য় খন্ড ☝️☝️
সুপ্রিয় ভাইয়েরা, সবার পরীক্ষা ভালো হওয়ার প্রত্যাশা ও দোয়া নিয়ে আজ এখানেই শেষ করছি। আগামীতে আবার দেখা হবে এই ওয়েবেই ইনশাআল্লাহ।
https://m.facebook.com/story.php?story_fbid=181810964154748&id=100069775356720
🤲 আল্লাহ হাফেজ 🤲
অনেক উপকার করলেন ভাই। আরো আগে দিলো আরো ভালো হতো।
LikeLiked by 1 person
ধন্যবাদ প্রিয় ভাই
LikeLike